Ami Mane Tumi।। আমি মানে তুমি
আমার কাছে তুমি মানে সাত রাজার ধন
আমার কাছে তুমি মানে অন্যরকম
আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি
দিনেরাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি
তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামী।।
হেই হেই আ হো হেই হেই আ হা
আমার কাছে তুমি মানে আমার সব কিছু
তাই পাগলের মত ছুটি তোমার পিছু
আমার কাছে তুমি মানে সাদা মেঘের ভেলা
না দেখিলে মুখটা তোমার মন হয় উতালা
তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামী।।
হেই হেই আ হো হেই হেই আ হা
আমার কাছে বন্ধু তুমি রাইতের ধ্রুব তারা
তোমায় আমি রাইত জাগিয়া দেই বন্ধু পাহারা
আমার কাছে বন্ধু তুমি সাত সাগরের ঢেউ
কত্ত ভালবাসি তোমারে জানেনারে কেউ
তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না
তাইতো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না
আমি মানে তুমি আর তুমি মানে আমি
আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামী
হেই হেই আ হো হেই হেই আ হা
http://www.facebook.com/monir.Hossain78
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন