আগুন।। Agun।। লোকে বলে তুমি আগুন


লোকে বলে তুমি আগুন
ছাই বানাতে জুড়ি নাই
লোকে বলে তুমি আগুন
ছাই বানাতে জুড়ি নাই
ভয়ে ভয়ে হাত ধরেছি
আমি কিন্তু পুড়িনাই

হে লোকে বলে তুমি আগুন
ছাই বানাতে জুড়ি নাই
ভয়ে ভয়ে হাত ধরেছি
আমি কিন্তু পুড়িনাই

তুমি আমার প্রেমের পাখি
প্রেম শেখাতে জুড়ি নাই
তুমি আমার প্রেমের পাখি
প্রেম শেখাতে জুড়ি নাই
তোমার সঙ্গে ওড়ার আগে
অন্য কোথাও উড়িনাই

হে লোকে বলে তুমি আগুন
ছাই বানাতে জুড়ি নাই
ভয়ে ভয়ে হাত ধরেছি
পুড়িনাই

মেঘ এলেই বৃষ্টি হবে
এমন ভাবনা ভুল
পাথরেও ফুটতে পারে
প্রেমের পদ্মফুল
হুঁ মেঘ এলেই বৃষ্টি হবে
এমন ভাবনা ভুল
পাথরেও ফুটতে পারে
প্রেমের পদ্মফুল

কে বলেছে তোমার মনে
ভালোবাসার ঘুড়ি নাই
কে বলেছে তোমার মনে
ভালোবাসার ঘুড়ি নাই
তোমার সঙ্গে ওড়ার আগে
অন্য কোথাও উড়িনাই

হুঁ হুঁ লোকে বলে তুমি আগুন
ছাই বানাতে জুড়ি নাই
ভয়ে ভয়ে হাত ধরেছি
পুড়িনাই

কারো চোখে আগুন তুমি
আমার চোখে চাঁদ
লোকের কথায় দেইনি আমি
মনের জলে বাঁধ
হুঁ কারো চোখে আগুন তুমি
আমার চোখে চাঁদ
লোকের কথায় দেইনি আমি
মনের জলে বাঁধ
তুমি ছাড়া আমার তীরে
ভালোবাসার নুড়ি নাই
তুমি ছাড়া আমার তীরে
ভালোবাসার নুড়ি নাই
তোমার সঙ্গে ওড়ার আগে
অন্য কোথাও উড়িনাই

হুঁ লোকে বলে তুমি আগুন
ছাই বানাতে জুড়ি নাই
ভয়ে ভয়ে হাত ধরেছি
আমি কিন্তু পুড়িনাই
লোকে বলে তুমি আগুন
লোকে বলে তুমি আগুন
পুড়িনাই Agun।। আগুন by Asif

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ