আমি আকাশ পাঠাবো।।Ami Akash Pathabo







আমার খোলা আকাশ তোমার অপেক্ষায় 
অনেক মেঘ বয়ে যায় 
আসবে তুমি আবার

আমার মনের বারান্দায় তোমার সময় কেটে যায়
আবার আসবে তুমি আমার ভালোলাগায় 
অনেক ইচ্ছে ঘুড়ি ...

আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে।

আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে
খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে। 

আমার রঙ্গিন বাতাস তোমার অপেক্ষায় 
অনেক স্মৃতি বয়ে যায় 
আসবে তুমি আবার

আমার মনের বারান্দায় তোমার আলো বয়ে যায় 
আবার আসবে তুমি আমার ভালোলাগায় 
অনেক ইচ্ছে ঘুড়ি ...

আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে
যেখানে গাইবে তুমি আনমনে।

আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে
খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে। 

http://www.facebook.com/monir.Hossain78

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ