উড়াল পাখি।। Ural Pakhi
আমার মনের ছোট্ট ঘরে
রাখি তারে আদর করে।
ভালবাসার শিকল দিলাম
পাখির দুইটা পায়।
পাখি আমার উইড়া না যেন যায়।
পাখির আমার ভুইলা না যেন যায়।।
ও ও ও............হুম হুম... ও ও
বন্ধুরে তুই মন কাড়িলি
কাড়িলি অন্তর
তুই আমার জীবন বন্ধু
বুকেরি ভেতর।।
তুই বন্ধু উড়াল পাখি।।
কোন দিন যেন দিবি ফাঁকি
মনে লাগে ভয়।
পাখি আমার উইড়া না যেন যায়।
পাখি আমার ভুইলা না যেন যায়।
আমার মনের ছোট্ট ঘরে
রাখি তারে আদর করে।
ভালবাসার শিকল দিলাম
পাখির দুইটা পায়।
পাখি আমার উইড়া না যেন যায়।
পাখির আমার ভুইলা না যেন যায়।।
ও ও ও........ হুম হুম....ও ও
তোর চোখে চাইলে বন্ধু
মনটা কেমন করে
চোখের আড়াল হসনারে তুই
যাব আমি মরে।।
তুই বন্ধু উড়াল পাখি।।
কোন দিন যেন দিবি ফাঁকি
মনে লাগে ভয়।
তোরে ছাড়া বেঁচে থাকা দায়
থাকনারে তুই আমার কলিজায়।
আমার মনের ছোট্ট ঘরে
রাখি তারে আদর করে।
ভালবাসার শিকল দিলাম
পাখির দুইটা পায়।
পাখির দুইটা পায়।
পাখি আমার উইড়া না যেন যায়।
পাখির আমার ভুইলা না যেন যায়।।
ও ও ও.........হুম হুম.....ও ও
www.facebook.com/monir.Hossain78
https://m.youtube.com/watch?v=8-z50BwMq1g
www.facebook.com/monir.Hossain78
https://m.youtube.com/watch?v=8-z50BwMq1g
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন