Opradhi।। অপরাধী
একটা সময় তরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম
তোরে হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম।।
ওরে মনে খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাঁই
এখন তোরে মনেতে আমার জন্য কোন জায়গা নাই
ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে
তুই যারে যা উইড়া যারে অন্য খাঁচাতে
ও মাইয়া রে ও মাইয়া রে তুই অপরাধীরে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে
আমার অনুভুতির সাথে খেলার অধিকার দিলো কে ?
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।
তোরে স্কুল পলাই একটা নজর দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমাই আবেগ কিনিতাম
হায়রে রাইতে পর রাইত জাগিয়া গান লিখিতাম
আমার সেই গান এরই সুরে তোরে খুঁজিয়া লইতাম।।
এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে
এতো ভালবাসার পরেও আমার কম কি ছিল রে ?
রোজ রাইতে বেলা জোনাক পোকা কানে কানে কয়
দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়
ও মাইয়া রে ও মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে
আমার অনুভুতির সাথে খেলার অধিকার দিলো কে ?
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।
রে রে রে রে রে রে রা রি রে রে রে রে রে রে রা রি রে রে রা রি রে।
তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না
কারও হাসি মুখের ছবি দেইখা ঘুম আর ভাঙ্গে না
কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতে ও ভীড় জমায় না।।
এখন তারার মত জ্বলে নেভে কষ্টগুলারে
আমি গিটারের সুর সাথে লইয়া ভালোই আছিরে
রোজ রাইতে বেলা জোনাক পোকা কানে কানে কয়
তুই দেইখা লরে ত্রিভুবনে কেউ তো কারো নয়
ও মাইয়া রে ও মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরাইয়া দে
আমার অনুভুতির সাথে খেলার অধিকার দিলো কে ?
মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাইরে।।
www.facebook.com/monir.Hossain78
Casino at JT Hub
উত্তরমুছুনDiscover the latest casino at JT 보령 출장샵 Hub, 화성 출장마사지 the premier gaming and hotel 하남 출장마사지 destination on the London-based gambling market. 김포 출장안마 Get details on the casino's 안성 출장샵 Rating: 3.3 · 8 reviews