এমন যদি হতো।। Amon Jodi Hoto


এমন যদি হত 
আমি পাখির মত 
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। 

পালাই বহুদূরে 
ক্লান্ত ভবঘুরে 
ফিরব ঘরে কোথায় এমন ঘর। 
বৃক্ষতলে শুয়ে 
তোমার দুঃখ ছুঁয়ে 
ঘুম আসেনা ঘুমও স্বার্থপর।

হঠাৎ ফিরে দেখি
নিজের মুখোমুখি
শূণ্য ভীষণ শূণ্য মনে হয়।
কী আর এমন হবে
কে পেয়েছে কবে
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়।

হতাম যদি রঙিন প্রজাপতি
ফুলে ফুলে মাতামাতি।
দিনের আলো কাটে উড়ে উড়ে
তোমার আমার গানের সুরে।
 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ