মা জননী।। Maa Janoni
দুঃখ এলে দেয়না কেউ আর আদর করে সব ভুলিয়ে
ঘুম পারানির গল্প বলে দেয়না হাত বুলিয়ে।।
মা জননী এই আমাকে বুকে টেনে নাও
কত দুরে আছো তুমি সঙ্গে নিয়ে যাও।।
একটু আড়াল হলেই কেঁদে বলতে খোকা ফিরে আয়
কেমন করে চলে গেলে একা তুমি ফেলে আমায়।।
মা জননী এই আমাকে বুকে টেনে নাও
কত দুরে আছো তুমি সঙ্গে নিয়ে যাও।।।
তোমার পায়ে স্বর্গ আমার সকল ব্যাথার শান্তনা
তোমার কোলে ফিরে এলে ভুলি মনের যন্ত্রনা।।
মা জননী এই আমাকে বুকে টেনে নাও
কত দুরে আছো তুমি সঙ্গে নিয়ে যাও
দুঃখ এলে দেয়না কেউ আর আদর করে সব ভুলিয়ে
ঘুম পারানির গল্প বলে দেয়না হাত বুলিয়ে।।
মা জননী এই আমাকে বুকে টেনে নাও
কত দুরে আছো তুমি সঙ্গে নিয়ে যাও।।।
Monir Hossain
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন