যে দিন বন্ধু চলে যবো।। Je din Bondhu chole jabo
যে দিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও.......
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।।
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও.......
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।।
চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান
গানে গানে রেখ মনে ভুলে যেও অভিমান।।
গানে গানে রেখ মনে ভুলে যেও অভিমান।।
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।।
ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রান।।
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রান।।
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।।।
যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও........
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।।.........
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও........
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।।.........
friends without life imporsibale
উত্তরমুছুনfriends without life imporsibale
উত্তরমুছুনfriends without life Impossible
উত্তরমুছুন