যে দিন বন্ধু চলে যবো।। Je din Bondhu chole jabo


যে দিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও.......
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।।
চোরা সুরের টানে রে বন্ধু মনে যদি ওঠে গান
গানে গানে রেখ মনে ভুলে যেও অভিমান।।
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।।
ভরা নদীর বাঁকেরে বন্ধু ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে কেঁদে ওঠে মন প্রান।।
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।।।
যেদিন বন্ধু চলে যাব, চলে যাব বহুদূরে
ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও........
মনে রেখ কেবল একজন ছিল, ভালবাসত শুধু তোমাদের।।.........

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ